বড় খবর – এবার স্বামী রোশনকে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী শ্রাবন্তী, এবার শেষমেশ সব শেষ!











নিজস্ব প্রতিবেদন :- রোশন কে নিয়ে ফের বড়োসড়ো সিদ্ধান্ত নিল শ্রাবন্তী । পরপর দুটি বিয়ে ভেঙে যাওয়ার পর এই নিয়ে তৃতীয় বিয়ে এবং তৃতীয় বিয়ে করে সুখে স্বাচ্ছন্দে জীবন চলবে এমন টাই আশা করেছিলেন তিনি। তবে তেমন টা আর হলো কই ? সেই সম্পর্কের উপরেও ঘ-নী-ভূ-ত হতে থাকলো বিচ্ছেদের মেঘ । সম্প্রতি তেমনি শোনা যাচ্ছে তাদের সম্পর্ক নিয়ে । আমি কার নিয়ে কথা বলছি তাই ইতিমধ্যে প্রত্যেকে আন্দাজ করে নিয়েছেন। আমি বাংলা অভিনয় জগতে জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী আর রোশন সিং এর সম্পর্ক নিয়ে কথা বলতে চলেছি মুহূর্তে।





সম্প্রতি সোশ্যাল মিডিয়া খুললেই যে খবরটি সবার প্রথমে আমাদের নজরে আসে সেটি আর শ্রাবন্তী এবং রোশনের তৃতীয় সম্পর্ক । সেই সম্পর্ক নিয়ে শোনা যাচ্ছে যে দ্বিতীয়বার বিয়ে ভা-ঙার পর তৃতীয় সম্পর্কে জড়িয়েছিলেন শ্রাবন্তী । অবশেষে সেই সম্পর্কের নাকি ধরেছে ভা-ঙ্গন। যদিও এ ব্যাপারে মুখ খুলতে নারাজ অভিনেত্রী । তবে তার স্বামী সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে দুর্গাপুজোর বেশ কয়েকদিন আগে থেকেই তারা একসাথে থাকেন না । আর তারপর থেকে শুরু হয়েছে ব্যা-পক জ-ল্পনা । এমনকি বিভিন্ন কটু-ক্তি ধেয়ে আসছে শ্রাবন্তীর দিকে যার ফলে তিনি এর আগেই তার ইনস্টাগ্রাম এর কমেন্ট সেকশন প্রাইভেট করে দিয়েছিলেন।





কিন্তু অব্যাহত থেকেছে তাদের সোশ্যাল মিডিয়ার যু-দ্ধ । একে অপরকে নাম না করে পরোক্ষভাবে দো-ষা-রো-প করে চলেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে । কখনো রোশন তো শ্রাবন্তী । বিভিন্ন ছবি এবং ভিডিওর মাধ্যমে বোঝাতে চাইছেন একে অপরের ভু-ল ত্রু-টি । যাকে ঘিরে স-মা-লো-চ-ক-রা সৃষ্টি করছে বিভিন্ন ধরনের ট্রো-ল বা ক-টুক্তি । ফের আর একবার সম্প্রতি সেরকমই ঘটনা ঘটলো যেখানে শ্রাবন্তী শি-কা-র হলেন ক-টু-ক্তি নিজের স্বামীর কাছে ।





কিন্তু এর পাশাপাশি আমরা দেখেছিলাম শ্রাবন্তী নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে রোশনের সাথে সমস্ত রকম ছবি সরিয়ে দিয়েছিল । এমনকি বেশ কিছুদিন আগে তার ইনস্টাগ্রামে কমেন্ট সেকশন ডিএকটিভেট করে দিয়েছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে ফের আরো একবার বড় সিদ্ধান্ত নিলেন শ্রাবন্তী । এবার শুধুমাত্র ইনস্টাগ্রাম নয় তার সাথে ফেসবুক থেকে সমস্ত রকমের ছবি সরিয়ে দিলেন রোশনের । এবং এই ঘটনার মাধ্যমে তিনি হয়তো প্রমাণ করতে চাইলেন যে তাদের সম্পর্কের ইতি ইতিমধ্যে বেজে গেছে আর কিছু নেই সেই সম্পর্কের ভেতর ।














